ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাহরাইনের নির্বাচন: ১৮টি আসনে জয় পেয়েছে শিয়ারা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১০
বাহরাইনের নির্বাচন: ১৮টি আসনে জয় পেয়েছে শিয়ারা

মানামা: বাহরাইনের সংসদ নির্বাচনে প্রধান বিরোধী দল দ্য ইসলামিক ন্যাশনাল অ্যাকোর্ড অ্যাসোসিয়েশন (আইএনএএ) ১৮টি আসনে জয় পেয়েছে। রোববার নির্বাচন কমিশন একথা জানায়।



নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল-বুয়াইনান জানান, শনিবার অনুষ্ঠিত নির্বাচনের প্রথম দফার ভোটে আইএনএএ ১৮ জন প্রার্থীর সবাই নির্বাচিত হয়েছেন।

দ্বিতীয় দফার নির্বাচনে বাকি আরও নয়টি আসনের জন্য ভোট গ্রহণ হবে। ৩০ অক্টোবর দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানা যায়নি।

এদিকে কিছু ভোটার তালিকায় কেউ কেউ নাম না থাকার অভিযোগ করলেও তা নাকচ করে দেন উচ্চপদস্থ কর্মকর্তারা।

রোববারের ফলাফলে সংসদের নিম্ন কক্ষে বিরোধী শিয়া দলের ক্ষমতা বেড়েছে। এ কক্ষে মূলত রাজা বা মন্ত্রী পরিষদের প্রস্তাবিত আইন পরীক্ষা ও পাশ করার ক্ষমতা থাকে কর্তৃপক্ষের হাতে।

একইসঙ্গে আইন পর্যবেক্ষণের ক্ষমতাও পান এর সদস্যরা।

নির্বাচনে ৪০টি আসনের জন্য ১২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে নারী প্রার্থী ছিলেন ৮ জন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮০৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।