কাবুল: আফগানিস্তানের যুদ্ধে চলতি বছর এ পর্যন্ত যৌথবাহিনীর মোট ৬০০ জন সেনাসদস্য নিহত হয়েছেন। সোমবার ন্যাটো এ তথ্য জানিয়েছে।
ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী একটি বিবৃতিতে এই সংখ্যাটি জানায়। তবে এর বেশিকিছু জানায়নি। সর্বশেষ গত রোববার আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে বোমা বিস্ফোরণের ঘটনায় একজন ন্যাটো সেনা নিহত হয়েছেন।
২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগানিস্তানে আক্রমণের পর এ পর্যন্ত ২,১৭০ জন সেনাসদস্য যুদ্ধে নিহত হয়েছেন। এর মধ্যে মার্কিন সেনাই রয়েছে ১,৩৫০ জন।
আফগান যুদ্ধে তালেবান জঙ্গীদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মোট এক লাখ ৫০ হাজার সেনা রয়েছে। সবচেয়ে তীব্র যুদ্ধাবস্থা বিরাজ করছে কান্দাহার ও হেলমান্দ প্রদেশে।
বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১০