জাকার্তা: সুনামি ও আগ্নেয়গিরি আক্রান্ত ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের মাউন্ট মেরাপিতে শনিবার ভোরে নতুন করে গরম ছাইয়ের উদ্গীরণ হয়েছে। এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যায়।
আগ্নেয়গিরি ও ভূত্বত্ত বিপর্যয় মেকাবেলা কেন্দ্রের প্রধান সারোনো বলেন, ‘আগ্নেয়গিরি থেকে স্থানীয় সময় শনিবার ভোরে দিকে ২১ মিনিট স্থায়ী ছাই উদ্গীরণ হয়েছে। ’
তিনি বলেন, গাঢ় অন্ধকারের কারণে ছাই উদগীরণ কতোটা ওপরে উঠেছিল তা জানা সম্ভব হয়নি।
অগ্ন্যুৎপাতের কারণে এ পর্যন্ত প্রায় ৫০ হাজার বাসিন্দা এলাকা ত্যাগ করেন। কিন্তু এখনও সেখানেই অবস্থান করা এবং ফিরে আসাদের নিয়ে কর্তৃপক্ষের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
চার বছর পর আগ্নেয়গিরিটি থেকে উদ্গীরণ হয়। অগ্ন্যুৎপাতে এপর্যন্ত ৩৬ জন নিহত হয়েছেন।
ইন্দোনেশিয়ায় ১৯৩০ সালে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ১৩৭০ জন নিহত হয়েছিলেন।
এদিকে দেশটিতে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর সৃষ্ট সুনামির কারণে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াতে পারে বলে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা আশঙ্কা করছেন।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০