ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শক্তিশালী প্যাকেট বোমায় আল-কায়েদার ছাপ: দুবাই পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০
শক্তিশালী প্যাকেট বোমায় আল-কায়েদার ছাপ: দুবাই পুলিশ

দুবাই: দুবাই বিমানবন্দরে মার্কিন পণ্যবাহী বিমানে জব্দ করা মোড়কটিতে শক্তিশালী বিস্ফোরক ও মোবাইল ফোন বোমার সন্ধান পাওয়া গেছে। একইসঙ্গে মোড়কের গায়ে আল-কায়েদা সন্ত্রাসী সংগঠনের ছাপও পাওয়া গেছে।

গালফ এমিরাতের পুলিশ শনিবার এসব তথ্য জানিয়েছেন।

পিইটিএনের মতো জটিল ও পেশাদার যন্ত্র এবং উচ্চমাত্রার বিস্ফোরকের সমন্বয়ে বোমাটি তৈরি এবং তা বড় ধরনের ক্ষতি করতে পারতো বলে এক বিবৃতিতে দুবাই পুলিশ জানায়।

এতে বলা হয়, ‘ইয়েমেন থেকে আগত সন্দেহজনক মোড়কটিতে কম্পিউটারের কালিতে বিস্ফোরক দ্রব্য ছিলো বলে তদন্তে জানা যায়। ’

বিবৃতিতে বলা হয়, ‘যন্ত্রটির গায়ে আল-কায়দার মত সন্ত্রাসী সংগঠনের ছাপ ছিলো। ’

এর আগেও মার্কিন বিমানে আরও দুই হামলাকারী পেনতায়েরাইত্রিটোল টেট্রানিট্রাটে বা পিইটিএন নামের একই বিস্ফোরক ব্যবহারের চেষ্টা করেছিলো।

গত বছরের বড় দিনে ডেট্রয়েটের যাত্রীবাহী বিমানে ফারুক আব্দুল মুতালেব পিইটিএনের ব্যর্থ হামলা চালায়।

২০০১ সালেও রিচার্ড রেইড জুতোয় করে এ বোমার বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে।  

পিইটিএন একটি রঙ্গহীন বিস্ফোরক এবং এর অল্প পরিমাণই বড় আকারের ক্ষতি করতে সক্ষম।

তবে হামলাকারীদের এরই মধ্যে নিরস্ত্র করা হয়েছে বলে পুলিশ জানায়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭১৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।