গুপ্তচরবৃত্তির অভিযোগে বার্লিনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- সিআইএ কর্মকর্তাকে বহিষ্কার করেছে জার্মানি। বহিষ্কৃত কর্মকর্তা জার্মানিতে নিযুক্ত মার্কিন দূতাবাসে সিআইএ’র সঙ্গে চুক্তিতে কাজ করতেন বলে অভিযোগ উঠেছে।
গুপ্তচরবৃত্তির অভিযোগে গত সপ্তাহে ৩১ বছর বয়সী এক জার্মান গোয়েন্দাকে গ্রেফতার করা হয়।
জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন সেইবার্ট বলেন, মার্কিন দূতাবাসে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সার্ভিসের প্রতিনিধিকে দেশত্যাগ করার নিদের্শ দেওয়া হয়েছে।
জার্মানির পার্লামেন্ট বানদেসটাগের চেয়ারম্যান বলেন, যুক্তরাষ্ট্র জার্মান রাজনীতিকদের ওপর গোয়েন্দাগিরি করার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে যুক্তরাষ্ট্র এমন অভিযোগ অস্বীকার করেনি। তারা স্বীকার করছে, গত সপ্তাহে যে জার্মানি গোয়েন্দা আটক হয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসএ) কাছে গোঁপন দলিল পাঠাতেন।
এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সেনাও এই গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ পেয়েছে জার্মানি। খবরে বলা হয়, জার্মান সেনাদের মধ্যে এই নিয়ে বুধবার তদন্ত শুরু হয়েছে।
গত কয়েক যুগ ধরে জার্মানি ও যুক্তরাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক রয়েছে। তবে গত বছর জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের ফোনে এনএসএ’র আড়িঁপাতার খবর আসে তখনই সম্পর্কের অবনতি হতে শুরু করে।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪