জুলাইয়ের ১৭ তারিখটা আপনার মনে হতেই পারে অপয়া। হ্যাঁ, এদিনে ২৯৫ জন যাত্রী নিয়ে মালয়েশীয় বিমান ভূপাতিত করার ঘটনা ঘটেছে।
খুবই বড় এক বিমান-ট্র্যাজেডি হিসেবে গণ্য করা হয় একে।
ওইদিন টি ডব্লিউ এ ফ্লাইট ৮০০ নিউ ইয়র্কের জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উড়াল দিয়ে যাচ্ছিল ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে। কিন্তু বিধি বাম! লংক আইল্যান্ডের কাছে গিয়ে গোটা বিমানটাই বিস্ফোরিত হলো ; আর তাতে মারা পড়লো ২৩০ আরোহীর সবাই। বিমানটিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করা হয় বলে মনে করা হয়। মনে করা হয় এ ছিল সন্ত্রাসীদের কাজ। লংআইল্যান্ডের আশেপাশে যারা ছিলেন ওইদিন তাদের অনেকে দেখেছিলেন চোখের সামনে বিমানটিকে আগুনের গোলা হয়ে আকাশ থেকে মাটিতে ধসে পড়তে। তাদের কেউ কেউ বলেছিলেন যে, তারা রকেটসদৃশ বস্তু বা ‘হঠাৎ আলোর ঝলকানি জাতীয় কিছু একটা দেখতে পেয়েছিলেন। তারপরই চোখের সামনে একটা গগনবিদারি বিস্ফোরণ এবং আস্ত বিমানটিকে ধসে পড়তে দেখেন তারা।
যদিও প্রত্যক্ষদর্শীদের কথা তদন্তে ভুল প্রমাণিত হয়। চার বছর ধরে চলেছিল সে তদন্ত। এনটিএসবি তদন্ত দলের দাবি, ক্ষেপণাস্ত্র হামলা নয়, বরং জ্বালানি ট্যাংক বিস্ফোরিত হয়েই ঘটেছিল এ ঘটনা। পরে এফবিআই-ও চালায় চলন্ত। তারাও নিশ্চিত হয়---ওটা কোনো হামলা ছিল না।
যাহোক, ১৭ জুলাই তারিখটা দু’দুটো বড় বিমান ট্র্যাজেডির সাক্ষী হয়ে থাকলো। দুটি মর্মান্তিক আর বিয়োগান্তক ঘটনার সাক্ষী।
বিদেশি সংবাদসূত্র অবলম্বনে
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৪