ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের সামরিক উড়োজাহাজ নির্মাণ বেসরকারি খাতে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪
ভারতের সামরিক উড়োজাহাজ নির্মাণ বেসরকারি খাতে ছবি: সংগৃহীত

ঢাকা: সামরিক পরিবহন উড়োজাহাজ নির্মাণে বেসরকারি খাতকে ‘হ্যাঁ’ বললো ভারত। শনিবার দেশটির জাতীয় সংসদ (লোকসভা) অধিবেশনে প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদের (ডিএসি) এ সংক্রান্ত প্রস্তাবনা অনুমোদনের কথা জানান।



প্রতিরক্ষামন্ত্রী জানান, ভারতীয় বিমান বাহিনীর জন্য ৫৬টি নতুন উড়োজাহাজ নির্মাণ করা হবে। এর মধ্যে ৪০টিই বেসরকারি খাত থেকে নির্মাণ করবে ভারতীয় একটি প্রতিষ্ঠান। পছন্দসই নির্মাতা প্রতিষ্ঠানকে এ দায়িত্ব দেবে অরিজিনাল ইক্যুইপমেন্ট ম্যানুফ্যাকচারার (ওইএম)।

অরুণ জেটলি জানান, এ সংক্রান্ত দরপত্র জমা দেওয়ার তারিখ আগামী ২৮ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়া ১৩ হাজার কোটি রুপির এই প্রকল্প ডিএসির বিশেষ বৈঠকে অনুমোদন দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেয়। শনিবার সে কথাটিই জানালেন ডি‌এসির চেয়ারম্যান অরুণ জেটলি।

সংবাদ মাধ্যমগুলো জানায়, তিন বাহিনীর প্রধান, প্রতিরক্ষা সচিব, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) প্রধানসহ ডিএসি’র অন্য সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত শনিবারের বৈঠকে ২১ হাজার কোটি মূল্যমানের আরও বেশ কিছু প্রস্তাবনার অনুমোদন দেওয়া হয়।

জেটলি মনে করেন, উড়োজাহাজ নির্মাণে বেসরকারি খাতকে ‘হ্যাঁ’ বলায় স্থানীয়ভাবে উড়োজাহাজ নির্মাণের সক্ষমতা বৃদ্ধি পাবে।

ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী জানান, ১৬ উড়োজাহাজ বিদেশি ওইএম থেকে কেনা হবে। বাকি ৪০টি উড়োজাহাজই ওইএম’র পছন্দ অনুসারে ইন্ডিয়ান প্রোডাকশন এজেন্সি (আইপিএ) নির্মাণ করবে।

উল্লেখ করা যেতে পারে, এতোদিন ধরে যুক্তরাজ্যভিত্তিক প্রাচীন উড়োজাহাজ প্রস্তুতকারক ‘অভ্রো’ নির্মিত সামরিক পরিবহন উড়োজাহাজ ব্যবহার করতো ভারতীয় বিমান বাহিনী। নির্মিতব্য উড়োজাহাজগুলো অভ্রো’র উড়োজাহাজের জায়গায় ব্যবহৃত হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।