ঢাকা: হংকং পরিস্থিতি কিছুটা প্রশমিত হয়েছে। দেশটির প্রধান প্রশাসনিক কর্মকর্তা লিউং পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন।
আন্দোলনকারীদের হংকংয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা লিউংয়ের প্রস্তাবকে স্বাগতম জানালেও তার পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন।
এদিকে চীন আন্দোলনকে ‘অবৈধ’ উল্লেখ করে লিউংকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
শুক্রবার সরকার প্রধান প্রশাসনিক কার্যালয় বন্ধ রেখেছে। বিক্ষোভকারীদের কারণে বাধ্য হয়ে কর্মকর্তারা বাড়িতে বসেই অফিস করছেন। তবে অন্যান্য দিনের মতো এদিন বিক্ষোভকারীদের সংখ্যা কিছুটা কম।
হংকংয়ে পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ২০১৭ সালের নির্বাচনের দাবিতে চীন বিরোধীরা সপ্তাহের বেশি সময় ধরে বিক্ষোভ করছেন। শিক্ষার্থী ও সাধারণ জনগণের অংশগ্রহণে এই বিক্ষোভের নাম দেওয়া হয়েছে অক্যুপাই সেন্ট্রাল মুভমেন্ট।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৪