ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য অপেক্ষমান রাখা এয়ার ইন্ডিয়ার স্ট্যান্ডবাই বিশেষ উড়োজাহাজ থেকে একটি নিষ্ক্রিয় বোমা উদ্ধার করা হয়েছে।
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে মোদী যুক্তরাষ্ট্র যাওয়ার পর তার জন্য বোয়িং-৭৪৬ উড়োজাহাজটি নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষমান রাখা হয়েছিল।
সংশ্লিষ্ট সূত্রমতে, সফরে প্রধানমন্ত্রীকে বহনকারী জামবো জেটের উড়োজাহাজটি কোনো কারণে জটিলতায় পড়লে মোদীকে বহনের জন্য এ উড়োজাহাজটি স্ট্যান্ডবাই রাখা হয়েছিল এবং এটা উড়াল দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতও ছিল।
তবে, বৃহস্পতিবার রাতে মোদী যুক্তরাষ্ট্র সফর শেষে নয়াদিল্লিতে অবতরণের পর বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার অনুমতি পায় বোয়িং-৭৪৬।
উড়োজাহাজটি প্রথম ফ্লাইট দিল্লি-মুম্বাই-হায়দরাবাদ-জেদ্দা রুটে পরিচালনা করে জেদ্দা আন্তর্জাতিক বিমাবন্দরে অবস্থান করে। এসময় নিরাপত্তাকর্মীরা এর বিজনেস ক্লাসে নিষ্ক্রিয় বোমাটি শনাক্ত করেন।
পরে বোমা নিষ্ক্রিয়কারী দল এসে বোমাটি উদ্ধার করে। এ ঘটনায় পুরো ভারতীয় নিরাপত্তা বিভাগে আলোড়ন শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৪