ঢাকা: সিরিয়া থেকে অপহৃত ব্রিটিশ ত্রাণকর্মী অ্যালান হেনিংয়ের শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করেছে ইসলামিক স্টেট (আইএস)।
সম্প্রতি ইউটিউবে এ ভিডিও প্রকাশ করা হয়।
আইএস-এর ওই ভিডিওতে দেখা যায়, মরুভূমিতে মধ্যবয়সী এক ব্যক্তিকে কমলা জামা পরা অবস্থায় কালো পোশাক পরা এক জঙ্গির পাশে হাঁটু গেড়ে বসে থাকতে।
এর আগে যুক্তরাষ্ট্রের দুই সাংবাদিক ও এক ব্রিটিশ ত্রাণ কর্মীর শিরশ্ছেদের প্রকাশিত ভিডিওতেও এই একই ধরনের দৃশ্য ছিল।
ভিডিওটি প্রকাশের পরপরই ঘটনার নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন।
তিনি বলেন, ৪৭ বছর বয়সী হেনিংয়কে আদিম ও বীভৎসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।
বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৪