ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হার্ভার্ডের কয়েকশ’ শিক্ষার্থীকে ইমেইলে হুমকি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৪
হার্ভার্ডের কয়েকশ’ শিক্ষার্থীকে ইমেইলে হুমকি

ঢাকা: যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির কয়েকশ’ শিক্ষার্থীকে ইমেইলে গুলি করার হুমকি দেওয়া হয়েছে।

শুক্রবার ওই শিক্ষার্থীদের ইমেইলে একযোগে আসা এক বার্তায় এ হুমকি দেওয়া হয়।

বার্তায় তাদের ‘আগামীকাল’ আইভি লিগ স্কুলে আসার নির্দেশ দিয়ে সেখানে এলে গুলি করার হুমকি দেওয়া হয়।

হার্ভার্ড ইউনিভার্সিটির পুলিশ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, ওই হুমকি সত্য কিনা তারা এখনও নিশ্চিত হতে পারে নি। তবে বোস্টনের বাইরে ম্যাসাচুসেটসের ক্যামব্রিজ এলাকায় অবস্থিত ইউনিভার্সিটি ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা জোরদারে পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইউনিভার্সিটি পুলিশ বিভাগ আরও জানিয়েছে, তারা এ ব্যাপারে কেন্দ্রীয় তদন্ত অধিদপ্তর (এফবিআই) ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকেও সতর্ক করে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।