ঢাকা: ২ অক্টোবর হজ শুরু হওয়ার পর থেকে শুধুমাত্র আরব দেশগুলোতে ১৩০ হজযাত্রী মারা গেছেন। বার্ধক্যজনিত জটিলতা এবং ক্রনিক রোগের কারণে এসব হজযাত্রীরা মারা গেছেন।
দ্য ইন্টারন্যাশনাল ইসলামিক নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
শনিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি ১৪ জন হজযাত্রী মারা গেছেন মিশরে। ইরাক, আলজেরিয়া, সুদান, মরক্কো, সোমালিয়া, ইয়েমেন, জর্ডান এবং মৌরিতানিয়ায়ও লোক মারা গেছেন।
এছাড়া ২১৩ জন সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৪