ঢাকা: ব্রিটিশ ত্রাণকর্মী অ্যালান হেনিংয়ের শিরশ্ছেদকারীকে ধরতে গোয়েন্দা প্রধানদের নির্দেশ দিলেন সেদেশের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। শনিবার ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানদের জরুরি তলব করে তিনি এ নির্দেশ দেন।
এসময় এমআই১৫, এমআই১৬ ও জিসিএইচকিউ গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে সিরিয়া থেকে অপহৃত ব্রিটিশ ত্রাণকর্মী অ্যালান হেনিংয়ের শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করে ইসলামিক স্টেট (আইএস)।
আইএস-এর ওই ভিডিওতে দেখা যায়, মরুভূমিতে মধ্যবয়সী এক ব্যক্তিকে কমলা জামা পরা অবস্থায় কালো পোশাক পরা এক জঙ্গির পাশে হাঁটু গেড়ে বসে থাকতে।
ভিডিওটি প্রকাশের পরপরই ঘটনার নিন্দা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন।
তিনি বলেন, ৪৭ বছর বয়সী হেনিংয়কে আদিম ও বীভৎসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৪