বাগদাদ: ইরাকে ২০০৮ সালের মে মাসের পর বিদায়ী জুলাই মাসে নিহতের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। গত মাসে সহিংসতার ফলে ইরাকে নিহত হয়েছেন মোট ৫৩৫ জন।
ইরাকের স্বাস্থ্য, প্রতিরক্ষা ও সরাষ্টমন্ত্রণালয়ের তথ্য একত্রিত করে এ পরিসংখ্যান পাওয়া গিয়েছে। এতে বলা হয়েছে গত জুলাই মাসে বিভিন্ন হামলায় মোট ৩৯৬ জন বেসামরিক ব্যক্তি, ৮৯ জন পুলিশ এবং ৫০ জন সেনা সদস্য নিহত হয়েছেন।
নিহতের পাশাপাশি আহতের সংখ্যাও জুলাই মাসেই সব চেয়ে বেশি ছিল। এসময় মোট ১০৪৩ জন আহত হয়েছেন যার মধ্যে ৬৮০ জন বেসামরিক নাগরিক, ১৯৮ জন পুলিশ সদস্য ও ১৬৫ জন সেনা সদস্য রয়েছেন।
সরকারি তথ্যে এ সময় ১০০ জন বিদ্রোহি নিহত এবং ৯৫৫ জনকে আটক করার কথাও উল্লেখ রয়েছে। গত মাসে শত্রুপক্ষের একটি হামলার ঘটনায় ৪ জন মার্কিন সেনাও নিহত হন।
উল্লেখ্য, এর আগে ২০০৮ সালের মে মাসে নিহতের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। ওই মাসে নিহত হয়েছিলেন মোট ৫৬৩ জন।
বাংলাদেশ স্থানীয় সময়: ১০২৩ ঘণ্টা, আগস্ট ০১, ২০১০