পেশোয়ার: পাকিস্তানে স্মরণকালের ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা ১১ শ ছাড়িয়ে গেছে। একইসঙ্গে পানিবাহিত রোগ, যেমন কলেরা ছড়িয়ে পড়ছে।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপ নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
খায়বার পাখতুনখোয়া প্রদেশে ও পাকিস্তানশাসিত কাশ্মিরে আকস্মিক বন্যায় ১৫ লাখ মানুষ আক্রান্ত হয়েছে।
খায়বার পাখতুনখোয়া প্রদেশের তথ্য মন্ত্রী মিয়া ইফতিখার হুসেইন বার্তাসংস্থা এএফপিকে বলেন, “প্রদেশের বিভিন্ন অঞ্চলে ১,১০০র বেশি মানুষ বন্যায় নিহত এবং ১৫ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। ”
তিনি বলেন, “প্রদেশ জুড়ে আমরা প্রাণহানী ও সম্পদ তির খবর পাচ্ছি। ” নিহতের সংখ্যা বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। বন্যায় তিন হাজার সাতশরও বেশি ঘরবাড়ি পানির তোড়ে ভেসে গেছে।
যুক্তরাষ্ট্রের সরকার, ইউরোপীয় ইউনিয়ন পাকিস্তানের জন্য ত্রাণ সহায়তা নিয়ে এগিয়েছে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১১০৭ ঘণ্টা, আগস্ট ০২, ২০১০