ঢাকা: ৩৩ বছর পর বিরল দৃশ্য দেখলেন পৃথিবীবাসী। ১৯৮২ সালের পর রোববার (২৭ সেপ্টেম্বর) রাতের আকাশে স্বাভাবিকের চেয়ে বড় একটা পূর্ণচাঁদ আকাশকে রক্তিম করে দেয়।
শুধু তাই নয় সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে চাঁদ ও সূর্যের মাঝামাঝি চলে আসে পৃথিবী, এতে শুরু হয় পূর্ণ চন্দ্রগ্রহণ।
যুক্তরাজ্যের স্থানীয় সময় অনুযায়ী রাত ১টা ১০ মিনিটে শুরু হয় সুপারমুন। তবে চাঁদ পূর্ণ রুপ নেয় মধ্যরাত ৩টা ১১ মিনিটে। যা ভোর ৪টা ২৪ মিনিট পর্যন্ত স্থায়ী হয়। সকাল ৬টা ২৪ মিনিটে শেষ হয় সুপারমুন।
চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছের কক্ষপথে চলে আসলে ও স্বাভাবিকের চেয়ে ১৪ গুণ বড় দেখালে চাঁদের ওই অবস্থাকে ‘সুপারমুন’ বলা হয়।
তবে এ ধরনের সুপারমুন দেখার জন্য পৃথিবীবাসীকে অপেক্ষা করতে হবে আরো ১৮ বছর (২০৩৩)।
বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
জেডএস