ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিনায় ৪৬ ভারতীয় ও ৪০ পাকিস্তানি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
মিনায় ৪৬ ভারতীয় ও ৪০ পাকিস্তানি নিহত

ঢাকা: সৌদি আরবে পবিত্র হজ পালনের সময় মিনার পদদলিত হয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৬ জন ভারতীয় এবং ৪০ জন পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ ৬৩ জন ভারতীয় এবং ৬০ জন পাকিস্তানি হাজি।



কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য প্রকাশ করেছে।

মিনা ট্র্যাজেডিতে এখন পর্যন্ত সর্বাধিক ইরানের ৪৬৪ জন হাজি মারা গেছেন, নিখোঁজ রয়েছেন ২৪১ জন। এছাড়া নাইজেরিয়ার ৬৪ নিহত এবং নিখোঁজ ৯৪। মিশর ৭৫ নিহত, নিখোঁজ ৯৪ জন। ইন্দোনেশিয়ার ৫৭ নিহত ও নিখোঁজ ৭৪ জন। মালি ৬০ জন নিহত। নাইজার ২২ জন নিহত। ক্যামেরুন ২০ জন নিহত। আইভরি কোস্ট ১৪ নিহত, নিখোঁজ ৭৭। চাদ ১১ জন নিহত। আলজেরিয়া ১১ জন নিহত। সোমালিয়া ৮ জন নিহত। সেনেগাল ১০ জন নিহত। মেক্সিকো ১০ জন নিহত, নিখোঁজ ২৯ জন। লিবিয়া ৪ জন নিহত, ১৬ জন নিখোঁজ। তানজেনিয়া ৪ জন নিহত। কেনিয়া ৩ জন নিহত। তিউনিশিয়া ২ জন নিহত। নেদারল্যান্ডস ১ জন নিহত।

গত ২৪ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে মিনার বড় জামারাতে শয়তান স্তম্ভে পাথর ছোড়ার সময় পদদলনের ঘটনা ঘটে। এ ঘটনায় সাত শতাধিক হাজির মৃত্যু হয়। এছাড়া আহত হন আরও নয় শতাধিক।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।