ঢাকা: নতুন এক সমীক্ষায় সতর্ক করে বলা হয়েছে, চীনে ২০ বছরের কম বয়সী তরুণদের এক-তৃতীয়াংশ ধূমপানের বদভ্যাস ত্যাগ না করলে, অকালে প্রাণ হারাবেন।
ল্যানচেট মেডিকেল জার্নালে প্রকাশিত ওই সমীক্ষায় বলা হয়, বর্তমানে চীনে তরুণদের দুই-তৃতীয়াংশ ২০ বছরের কম বয়সে ধূমপান শুরু করেন।
বর্তমান অবস্থা চলতে থাকলে ২০৩০ সাল নাগাদ চীনে পুরুষদের মধ্যে ধূমপানের কারণে বছরে মৃত্যু সংখ্যা দুই মিলিয়নে পৌঁছাবে। গবেষণায় এটিকে বলা হয়েছে, অকাল মৃত্যুর ক্রমবর্ধমান মহামারী।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের একটি দল, দ্য চাইনিজ একাডেমি অব মেডিকেল সায়েন্সেস এবং চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল দ্বারা গবেষণাটি পরিচালিত হয়।
তবে সমীক্ষায় অংশ নেওয়া গবেষকদের একজন রিচার্ড পেটো বলেন, এ মৃত্যুর মিছিল কমানো যাবে, যদি তরুণদের মধ্যে ধূমপানে আসক্ত হওয়ার হার কমতে থাকে।
বিশ্বের উন্নত দেশগুলোতে যেখানে ধূমপায়ীদের সংখ্যা কমে এক-পঞ্চমাংশে নেমে এসেছে, সেখানে চীনে ধূমপায়ীদের সংখ্যা বেড়েই চলছে। দেশটিতে তামাক ও তামাকজাত দ্রব্যও সহসপ্রাপ্য।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, বিশ্বব্যাপী ধূমপায়ীদের অর্ধেকের মৃত্যু হয় ধূমপানজনিত রোগে।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৫
আরএম