ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

কাশ্মীরে সেনা ঘাঁটিতে ফের সন্ত্রাসী হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৩, অক্টোবর ৬, ২০১৬
কাশ্মীরে সেনা ঘাঁটিতে ফের সন্ত্রাসী হামলা, নিহত ২

ঢাকা: ভারত নিয়ন্ত্রিত উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় অবস্থিত একটি সেনা ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে।  এসময় সেনা সদস্যদের গুলিতে দুই হামলাকারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) ভোর ৫টার দিকে জেলার লেনগেট এলাকাস্থ সেনা ঘাঁটিতে এ হামলার ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার ভোরে হামলাকারীরা সেনা ক্যাম্পের দুইটি ‘সেন্ট্রি পোস্ট’কে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পাল্টা গুলি চালায় সেনা সদস্যরা। প্রায় আধাঘণ্টা ধরে চলা এ বন্দুকযুদ্ধে দুই হামলাকারী নিহত হয়।

স্থানীয় অপর একটি সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, হামলাকারীরা সামরিক পোশাক পরে এ হামলা চালায়।

এদিকে এ ঘটনার পরপরই ঘটনাস্থল ও এর আশপাশ এলাকায় অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।