ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

জাপানে ২০০ যুদ্ধ বিমান অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৫, অক্টোবর ৮, ২০১১
জাপানে ২০০ যুদ্ধ বিমান অবতরণ

টোকিও: জাপানে প্রশিক্ষণের সময় একটি বিমান থেকে জ্বালানি ট্যাঙ্ক খুলে পড়ে যাওয়ায় এফ-১৫ মডেলের ২০০টিরও বেশি যুদ্ধ বিমান জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়েছে।

জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর কোমাৎসুতে বিমনটির ডানার নিচে ধোঁয়া দেখা যায় এবং খসে পড়া অংশটি ওই অঞ্চলে অনেকখানি জায়গা জুড়ে ছড়িয়ে গেছে।



তবে এ ঘটনায় কেউ আহত হয়নি এবং ওই বিমানটি নিরাপদইে অবতরণ করেছে।

জাপানের সামরিক কর্মকর্তারা গত তিন মাসের মধ্যে এবার দ্বিতীয়বার এফ-১৫ যুদ্ধবিমান উড্ডয়ন বাতিল করল।

কর্মকর্তারা জানান, খসে পড়া ১৫৫ কেজি ওজনের ট্যাঙ্কটি খালি ছিল। ডামি ক্ষেপণাস্ত্রের সঙ্গে ওটি যুক্ত ছিল। উড্ডয়নের পর হঠাৎ করে ট্যাঙ্ক খুলে পড়ে যায়।

জাপান বিমান বাহিনীর প্রধান জেনারেল শিংগেরু আইওয়াসাকি সংবাদ সম্মেলনে বলেন, ‘এ্ই দুর্ঘটনাকে আমরা খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ’

পুরাতন যুদ্ধ বিমানগুলো বদলানোর চিন্তা করছে জাপান আর সেই মুহূর্তে দ্বিতীয়বারের মতো এই দুর্ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্রের ডিজাইন করা এবং ইউরোফাইটার তাইফুন মডেলের বিমানের জন্য এই বছরের শেষ নাগাদ ৮০০ কোটি ডলারেরও বেশি একটি চুক্তিতে জাপানের সই করার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।