ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

জার্মানিতে সিরীয় দূতাবাসে হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪২, অক্টোবর ৯, ২০১১
জার্মানিতে সিরীয় দূতাবাসে হামলা

বার্লিন: জার্মানির রাজধানী বার্লিনে অবস্থিত সিরিয়ার দূতাবাসে একদল বিক্ষোভকারী হামলা চালিয়েছে। সিরিয়ায় কুর্দি নেতা নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভকারীরা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে।



বার্লিন পুলিশ মুখপাত্র ক্লদিয়া এলিতক বলেন, ‘রোববার ২৪ জনের একটি বিক্ষোভকারী দল দূতাবাসের বেড়া ভেঙ্গে ফেলে ভবনের মধ্যে ঢুকে পড়ে। এসময় তারা বেশকিছু আসবাবপত্র ও দামী পেইন্টিংক নষ্ট করে ফেলে। ’

দূতাবাসের রাষ্ট্রদূত বিক্ষোভকারীদের থেকে বাঁচতে পুলিশকে ফোন করেন। খবর পেয়ে বেশ কয়েকজন পুলিশ সদস্য দূতাবাসে ঢুকে পড়ে এবং বিক্ষোভকারীদের দূতাবাস ছেড়ে যেতে অনুরোধ করে। এসময় কেউ গ্রেপ্তার হয়নি বা আহত হয়নি। শান্তিপূর্ণ ভাবেই বিক্ষোভকারীরা দূতাবাস ভবন ত্যাগ করে।

শুক্রবার সিরিয়ার বিরোধী দলীয় কুর্দিশ নেতা মাশহাল তাম্মো একদল সশস্ত্র সদস্যের হাতে নিহত হন। শনিবার ওই নেতার দাফন অনুষ্ঠানে কুর্দি অধ্যুষিত খামিশলি অঞ্চলে প্রায় ৫০ হাজার মানুষ জড়ো হয়।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।