ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিয়ানমারে রোহিঙ্গা নিধনযজ্ঞ এখনো থামেনি: জাতিসংঘ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৯ ঘণ্টা, মার্চ ৬, ২০১৮
মিয়ানমারে রোহিঙ্গা নিধনযজ্ঞ এখনো থামেনি: জাতিসংঘ মাত্রা কমেছে, কিন্তু থামেনি রোহিঙ্গাদের বিরুদ্ধে নিধন ও ধর্ষণযজ্ঞ। তাই বাংলাদেশমুখী কাফেলা কবে শেষ হবে কেউ জানে না। ছবি:বাংলানিউজ

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর জাতিগত নিধনযজ্ঞ এখনো সমান তালে চলছে।

মাসকয় আগে রাখাইনে সেনাবাহিনী ও উগ্রপন্থি বৌদ্ধরা মুসলমানদের ওপর ব্যাপক নিধন ও ধর্ষণযজ্ঞ শুরু করার পর আজো তাতে ছেদ পড়েনি বলে দাবি করেছে জাতিসংঘ।

জাতিসংঘের একজন ঊর্ধ্বতন মানবাধিকার কর্মকর্তা মঙ্গলবার এই অভিযোগ করেন।

সংবাদ সংস্থা রয়টার্স তার উদ্ধৃতি দিয়ে এখবর জানায়।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সহকারী মহাসচিব অ্যান্ড্র গিলমুর কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা শরণার্থী শিবিরে টানা চারদিনের পরিদর্শন শেষে এই মন্তব্য করেন।

গিলমুর বলেন, ''রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার এখনো জাতিগত নিধন ও ধর্ষণ-নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমি নিজের চোখে যা যা দেখেছি এবং শরণার্থী শিবিরে আশ্রিতদের মুখ থেকে যেসব ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনেছি তার পর এর বাইরে আর কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। '' 

গিলমুর এ বিষয়ে দেয়া এক বিবৃতিতে বলেন, “ মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে পদ্ধতিগত ও ব্যাপক সহিংসতা এখনো অব্যাহত রয়েছে বলেই প্রতীয়মান। গত বছর যে উন্মত্ত রক্তপাত, হত্যা ও ধর্ষণযজ্ঞ শুরু হয়েছিল, এখন তার হার কমেছে মাত্র। এখন তার উপায় বদল হয়েছে মাত্র। তবে তাতে ছেদ পড়েনি। যেসব রোহিঙ্গা এখনও মিয়ানমারে রয়ে গেছে, তাদেরকে অনাহারে রেখে, ভয়ভীতি ও সন্ত্রাস চালিয়ে বাংলাদেশে পালিয়ে যেতে তাদের বাধ্য করার নীলনকশা নিয়ে এগুচ্ছে মিয়ানমার। ’’

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮

জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।