ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ভূপৃষ্ঠে আছড়ে পড়েছে জার্মান উপগ্রহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৭, অক্টোবর ২৩, ২০১১
ভূপৃষ্ঠে আছড়ে পড়েছে জার্মান উপগ্রহ

বার্লিন: পৃথিবীপৃষ্ঠে আছড়ে পড়েছে জার্মান উপগ্রহ রোসাট। উপগ্রহটি রোববার ঘণ্টায় ২৮০মাইল বেগে পৃথিবীপৃষ্ঠে আঘাত হেনেছে।

তবে ঠিক কোথায় উপগ্রহটি পড়েছে তা এখনও নিশ্চিত করতে পারেনি বিজ্ঞানীরা।

জার্মান এ্যারোস্পেস সেন্টারের মুখপাত্র অ্যান্ডারস সুয়েজ বলেন, ‘উপগ্রহটি ঠিক কোন দেশে বা কোন অঞ্চলে পড়েছে তার কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি এখনও। ’

তবে ধারণা করা হচ্ছে, বিশাল এই উপগ্রহটি পৃথিবীর বায়ুমন্ডলে আসার আগেই পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা। ২.৬৯ টনের এই উপগ্রহটি মোট ৩০টি অংশে বিভক্ত।

সুয়েজ আরও বলেন, ‘বিজ্ঞানীরা মৃত এই উপগ্রহটির সঙ্গে কোনো প্রকার যোগাযোগই করতে পারছে না। উপগ্রহটি পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করার আগে প্রায় ১২ হাজার ৫০০ মাইল পথ অতিক্রম করেছে। বিশেষজ্ঞরা বিশ্বের সর্বত্র নজর রেখেছে উপগ্রহটির ব্যাপারে। ’

বিজ্ঞানীরা বলছে, উপগ্রহটি যে পথ ধরে পৃথিবীতে এসেছে তাতে উপগ্রহটির এশিয়ার চীনে পড়তে পারে।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।