ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মনিকা লিউনিস্কির বিষয়ে স্টিভ জবসের কাছে পরামর্শ চেয়েছিলেন ক্লিনটন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫১, অক্টোবর ২৩, ২০১১
মনিকা লিউনিস্কির বিষয়ে স্টিভ জবসের কাছে পরামর্শ চেয়েছিলেন ক্লিনটন

সানফ্রান্সিসকো: মনিকা লিউনিস্কির বিষয়ে স্টিভ জবসের কাছে পরামর্শ চেয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। কয়েকদিন আগে প্রয়াত অ্যাপল কম্পিউটারের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের আত্মজীবনীতে এই দাবি করা হয়েছে।



 ওয়াল্টার আইজ্যাকসনের লিখিত ‘স্টিভ জবস’ শিরোনামের ওই বই আগামী সোমবারে বাজারে আসবে। ফলে, প্রযুক্তি জগতের এই অনন্য দিকপাল সম্পর্কে অনেক অজানা তথ্য জানা সম্ভব হবে।

বিল ক্লিনটন ক্ষমতায় থাকাকালে ১৯৯৮ সালে মনিকা লিউনিস্কি ইস্যু নিয়ে ভীষণ ঝামেলায় পড়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। ওই বইয়ে দাবি করা হয়েছে, মনিকা লিউনিস্কির সঙ্গে ক্লিনটনের সম্পর্ক জানাজানি হয়ে যাওয়ার পর রাতের টেলিফোন কলগুলোতে স্টিভ জবস ক্লিনটনকে মনিকা লিউস্কির বিষয়ে পরামর্শ দিতেন।  

জবস কিøনটনকে বলেন, ‘আমি জানি না, তুমি এটা করেছো কিনা, কিন্তু যদি তুমি এটা করে থাকে তাহলে এটা তোমার দেশবাসীকে জানানো উচিৎ। ’

আইজ্যাকসন বলেন, অ্যাপলের গুরু ক্লিনটনকে এ কথা বলার টেলিফোনের অপর প্রান্ত ছিল নীরব। ওই বইয়ে বলা হয়েছে, ক্যানসারের সঙ্গে জবসের লড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরা হয়ছে।

২০০৩ সালের অক্টোবরে জবস প্রথম জানতে পারেন যে, তার ক্যান্সার হয়েছে। ক্যান্সার ধরা পড়ার নয় মাস পরে অপারেশন করা নিয়েও বেশ অনুশোচনা করেন জবস। কারণ স্টিভ জবসের অগ্নাশয়ের ক্যান্সার হয়েছিল। এই ধরনের ক্যান্সার ধীরে ধীরে বাড়ে এবং চিকিৎসা করালে ভালো হওয়ার সম্ভাবনা থাকে।  

স্টিভ জবস গত ৫ অক্টোবর  ক্যান্সারে মারা যান।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।