ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

নয় দিনের ভারত সফরে গেলেন ভুটানের রাজা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪২, অক্টোবর ২৪, ২০১১
নয় দিনের ভারত সফরে গেলেন ভুটানের রাজা

নয়াদিল্লি: ভুটানের অত্যন্ত জনপ্রিয় রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক রোববার নয়দিনের সফরে নয়াদিল্লিতে পৌঁছেছেন। তার সঙ্গে রয়েছেন তার নবপরিণীতা স্ত্রী জেটসান প্রেমা।



৩১ বছর বয়সী এই রাজা বিয়ের পর তার ২১ বছর বয়সী স্ত্রীকে নিয়ে দিল্লি সফরে গেলেন।

রাজা জিগমে খেসার নামগিয়েল অক্্রফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ¯œাতক। আর  রাণী প্রেমা একজন বিমান চালকের কন্যা এবং সাধারণ পরিবারের মেয়ে। গত ১৩ অক্টোবর তারা বৌদ্ধ ধর্মমতে দেশটির সাবেক রাজধানী পুনাখার একটি মঠে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

নয়াদিল্লি বিমানবন্দরে পৌঁছালে এই দম্পতিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দরে ভারতের কনিষ্ঠ টেলিযোগাযোগমন্ত্রী মিলিন্দ ডিয়োরা তাদেরকে স্বাগত জানান।

নয়দিনের এই ভারত সফরে ওয়াংচুক এবং প্রেমা ভারতের প্রেসিডেন্ট প্রতিভা পাতিল, উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, এবং প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।

২০০৮ সালে ভুটানের রাজার পদে অধিষ্ঠিত হওয়ার পর এটা তার চতুর্থবারের মতো ভারত সফর।

সরকারি সূত্রগুলো জানিয়েছে, এই রাজ দম্পতি জয়পুর, উদয়পুর, রানথামবোর এবং যোধপুর সফর করবেন। তারা ৩১ অক্টোবর পর্যন্ত ভারতে অবস্থান করবেন।  

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।