ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

১৫ লাখ ইলেকট্রিক গাড়ি বিক্রি করবে নিশান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৭, অক্টোবর ২৪, ২০১১
১৫ লাখ ইলেকট্রিক গাড়ি বিক্রি করবে নিশান

টোকিও: জাপানের সর্ববৃহৎ গাড়ি নির্মাতা কোম্পানি নিশান আগামী ২০১৬ সালের মধ্যে পনের লাখ গাড়ি বিক্রি করবে। সোমবার এক সংবাদ সম্মেলনে নিশান কর্তৃপক্ষ একথা জানায়।



অপরদিকে জাপানের দ্বিতীয় বৃহত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা দাইমলারের সঙ্গে যৌথভাবে সবচেয়ে কম দূষনের ইলেকট্রিক গাড়ি নির্মানের ঘোষণা দিয়েছে।

নিশান কোম্পানির ৪৩.৮ শতাংশ অংশীদার হলো ফ্রান্সের রেনল্ট কোম্পানি। তারা ইতোমধ্যেই মাত্র একটি মডেলের পনেরো হাজার ইলেকট্রিক গাড়ি বিক্রি করে ফেলেছে। তবে শীঘরিই তারা আরও সাতটি নতুন মডেল আনবে বলেও ঘোষণা দিয়েছে।

নিশানের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা কার্লোস ঘোসন বলেন, ‘তুলনামূলক কম কার্বন নির্গত করে এমন গাড়ির চাহিদা দিন দিন বাড়ছে। আর উদ্ভুত এই চাহিদাকে মাথায় রেখে আমরা আরও কম কার্বন নির্গমন করে এবং যুগোপযোগি এমন গাড়ি তৈরি করা চেষ্টা করছি।

নিশানের পক্ষ থেকে আরও জানানো হয়, ‘নিশান পনেরো লাখ ইলেকট্রিক গাড়ি নির্মানের পরিকল্পনা নিয়েছে। এ সমীক্ষায় দেখা গেছে, ২০০৫ সালে ইলেকট্রিক গাড়ি ব্যবহারের কারণে জাপান, চীন, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে ৩৫ শাতংশ কম ফুয়েল খরচ হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।