দামেস্ক: নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে। সোমবার পশ্চিমা কূটনীতিকরা এতথ্য নিশ্চিত করেছে।
সিরিয়ায় মার্কিন দূতাবাসে হামলা এবং রাষ্ট্রদূতকে শারীরিকভাবে লাঞ্ছিত করার কারণে যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।
পশ্চিমা কূটনীতিকরা একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানায়, ‘বিগত কয়েক সপ্তাহ ধরে সিরিয়াতে মার্কিন দূতাবাসের ওপর কয়েক দফা হামলা চালায় প্রেসিডেন্ট আসাদের সমর্থকরা। এই হামলায় কয়েকজন শারীরিকভাবে আহত হলেও কেউ নিহত হয়নি। ’
যদিও সিরিয়া থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার প্রসঙ্গে মার্কিন দূতাবাস এখনও কোনো কিছু জানায়নি।
সিরিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট ফোর্ড। গত জুলাই মাসে সিরিয়াতে প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে বিক্ষোভরত জনতার সঙ্গে তিনি দেখা করতে যান। সেসময় বিক্ষোভরত জনতা তাকে সাদরে গ্রহন করে নেয়। তিনি বিদ্রোহীদের সঙ্গে সাক্ষাতের জন্য সিরিয়ার হামা থেকে শুরু করে হোমস পর্যন্ত ছুটে বেড়িয়েছিলেন।
২০০৫ সালে ওয়াশিংটন সিরিয়া থেকে আরও একবার রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছিলো। ২০০৯ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়াতে মার্কিন দূতাবাস খোলেন। সেসময় সিরিয়াতে রাষ্ট্রদূত নির্বাচিত হন বর্ষীয়ান রাষ্ট্রদূত রাবার্ট ফোর্ড।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১১