ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

সিরতে গাদ্দাফি অনুগতদের ৫৩টি মৃতদেহের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৭, অক্টোবর ২৪, ২০১১
সিরতে গাদ্দাফি অনুগতদের ৫৩টি মৃতদেহের সন্ধান

ত্রিপোলি: সিরতে গাদ্দাফি অনুগতদের ৫৩টি মৃতদেহ পাওয়া গেছে। নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এ কথা জানিয়েছে।



বিপ্লবী  যোদ্ধারা এদের হত্যা করেছে বলে ধারণা করছে সংগঠনটি।

সংগঠনটি সোমবার জানায়, এসব মৃতদেহ গাদ্দাফির নিজ শহর সিরতে যাওয়া গেছে। হত্যা, লুটপাট এবং অন্যান্য নিযার্তনের অংশ হিসেবেই এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে।

পরিস্থিতি দেখে মনে হয়, বিপ্লবী যোদ্ধারা নিজেদের আইনের ঊর্ধ্বে বলে বিবেচনা করেছে। লিবিয়ার কর্তৃপক্ষকে সশস্ত্র গ্রুপগুলোর কাছ থেকে অস্ত্র ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।  

লিবিয়ার দীর্ঘ আট মাসের গৃহযুদ্ধ গত বৃহস্পতিবার গাদ্দাফিকে হত্যার মধ্য দিয়ে শেষ হয়েছে। জাতীয় অর্ন্তবর্তী পরিষদের নেতারা রোববার স্বাধীনতা ঘোষণা করার একদিন পর এই মৃতদেহ উদ্ধারের খবর আসলো।  

যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন এই বিষয়ে তদন্তের দাবি জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।