ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ইট-পাথরের নিচ থেকে দুই সপ্তাহ বয়সী শিশু উদ্ধার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৬, অক্টোবর ২৫, ২০১১
ইট-পাথরের নিচ থেকে দুই সপ্তাহ বয়সী শিশু উদ্ধার

তুরস্কের ভূমিকম্প বিধ্বস্ত ভবনের নিচ থেকে দুই সপ্তাহ বয়সী একটি শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকারী দলের সদস্যরা। গত রোববার ৭ দশমিক ২ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে দেশটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৬ জনে।



উদ্ধার পাওয়া শিশুটির নাম আজরা কারাদুমান। উদ্ধারের সময় শিশুটিকে তার মা সেমিহা বুকে জড়িয়ে ছিল।

টেলিভিশন ফুটেশে দেখা গেছে, কমলা রঙের পোশাক পরা উদ্ধারকর্মীরা ভাঙা ইট-পাথরের ভেতর থেকে উদ্ধার নিয়ে যাচ্ছে। তার মা ও নানিও জীবিত রয়েছে। তবে তার বাবা জীবিত আছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

ভমিকম্পের দুইদিন পর এমন একটি উদ্ধার-সাফল্যের খবরে কিছু হলেও আনন্দ এসেছে। এতে দুই হাজার ২০০টি ভবন ভেঙে গেছে। এসব ভবনের বেশিরভাগই এরসিস অঞ্চলের।

শিশুটির নানি তার অনুভূতি ব্যক্ত করছেন, ‘আমি ভীষণ উত্তেজিত। আমি কী বলব? ঈশ্বর তাদের মঙ্গল করুন। ’

তুরস্কের রেড ক্রিসেন্ট দুর্যোগ ব্যবস্থাপক হাক্কি এরসকয় বলেন, ‘খুব জরুরি অবস্থা চলছে। আমরা ৪০ হাজার বাস্তুহীন মানুষকে আশ্রয় দিচ্ছি। এ মুহূর্তে সময়ে সঙ্গে পাল্লা দিয়ে আমাদের ছুটতে হচ্ছে। ’

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।