ভান: ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ভানের একটি কারাগারে দাঙ্গর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ করে দাঙ্গা শুরু হয়।
গত রোববার ৭.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে সবচে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভান শহর। উদ্ধারকাজ শেষ না হতেই এই দাঙ্গার ঘটনা ঘটল।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলে এ পর্যন্ত ৪৫৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কর্মকর্তারা জানান, প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে। তাদের উদ্ধারকারী দল উদ্ধারকাজ অব্যাহত রেখেছে।
এদিকে এক হাজার ৩৫২ জনকে আহত অবস্থায় উদ্ধরা করা হয়েছে বলে কর্মকর্তারা জানান।
বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১১