ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

নারী প্রধান নির্বাহী নিয়োগ দিয়েছে আইবিএম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৭, অক্টোবর ২৬, ২০১১
নারী প্রধান নির্বাহী নিয়োগ দিয়েছে আইবিএম

নিউইয়র্ক: প্রযুক্তি জগতের অন্যতম দিকপাল মার্কিন কম্পিউটার কোম্পানি  ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন (আইবিএম) এই প্রথম প্রধান নির্বাহী পদে ভার্জিনিয়া রোমেট্টি (৫৪) নামের একজন নারীকে নিয়োগ দিয়েছে।

রোমেট্টি আইবিএম’র বিক্রয়, বিপণন এবং কৌশলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

২০১২ সালের ১লা জানুয়ারি থেকে এই নিয়োগ কার্যকর হবে।

প্রতিষ্ঠনাটি মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, রোমট্টি বর্তমানে আইবিএময়ের একজন জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১২ সালের ১লা জানুয়ারি তিনি বর্তমান প্রধান নিবার্হী কর্মকর্তা স্যামুয়েল পালমিসানোর (৬০) স্থলাভিষিক্ত হবেন।

পালমিসানো ২০০২ সাল থেকে আইবিএময়ের প্রধান নিবার্হী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পালমিসানো পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। তার এই নিয়োগও শিগগিরই কার্যকর হবে।

‘বিগ ব্লু’ হিসেবে পরিচিত এই কম্পিউটার প্রতিষ্ঠানটির একশো বছরের ইতিহাসে রোমেট্টি নবম এবং প্রথম প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেলেন।

মার্কিন প্রযুক্তি জগতে যে কয়জন শীর্ষ কর্মকতা আছেন বর্তমান দায়িত্ব পাওয়ায় তিনি তাদের মধ্যে একজন হলেন।

মার্কিন প্রযুক্তি জগতে বর্তমান শীর্ষ নারী কর্মকর্তাদের মধ্যে আছেন জেরক্সের উর্সুলা বার্নস এবং ইবের প্রধান নির্বাহী মেগ হুইটম্যান। হুইটম্যান বর্তমানে হিউলেট প্যাকার্ডের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।