লসএঞ্জেলেস: যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য লসএঞ্জেলেসে হলিউডের কয়েকজন প্রভাবাশালী ব্যক্তির সংঙ্গে গোপনে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
গত মঙ্গলবার সানফ্রান্সিসকোর উদ্দেশে লসএঞ্জেলেস ছেড়ে যাওয়ার আগের মুহূর্তে তিনি এই বৈঠক করেন বলে জানা গেছে।
বিশ্বের সেরা এই বিনোদন ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় নির্বাহী, বড় অভিনেতা-অভিনেত্রীদের সংঙ্গে ওঠা-বসা আছে এমন প্রভাবশালী প্রতিনিধি এবং সঙ্গীত ব্যক্তিত্বের সঙ্গে এই বৈঠক হয়।
জানা গেছে, মঙ্গলবার সকালে লসএঞ্জেলেসের বেভারলি উইলশায়ার হোটেলে হলিউডের প্রভাবশালীদের একটি গ্রুপকে দাওয়াত করা হয়।
আমন্ত্রিতদের মধ্যে ছিলেন, উইনস্টেইন করপোরেশন স্টুডিওর প্রধান হার্ভে উইনস্টেইন, সিসিএ এর ব্যবস্থাপনা অংশীদার ও সঙ্গীত বিভাগের প্রধান রোব লাইট, আইসিএমের প্রেসিডেন্ট ক্রিস সিলবারম্যান, মডার্ন ফ্যামিলির উদ্ভাবক স্টিভ লেভিটান, আটলান্টিক রেকর্ডের চেয়ারম্যান ক্রেইগ কালম্যান, প্রযোজক-গীতিকার ব্রুস রবার্টস, প্রযোজক জেসন ওয়েনবার্গ, ইউটিএর সঙ্গীত প্রতিনিধি রোব প্রিনজ, প্রযোজক এরিক ওরটনার, আইল্যান্ড ডেফ জ্যামের জ্যেষ্ঠ সহ-সভাপতি কারেন কোয়াক, ওয়ার্নার ব্রস রেকর্ডের প্রেসিডেন্ট লিভিয়া টোরটেলা, টেলেন্ট ম্যানেজার গ্রেগ মার্টজ, আইডি পিআর প্রচারক কেলি বুশ ও মারা বাক্সবুম, মাইকেল গ্রিন, ইউনিভার্সাল মিউজিক পাবলিশিং গ্রুপের নির্বাহী সহ-সভাপতি টম স্টারজেস এবং অভিনেতা কাল পেনসহ আরও অনেকে।
তবে ওই বৈঠকটি তহবিল সংগ্রহের উদ্দেশ্যে নয়। আমন্ত্রিতদের কাউকেই নির্বাচনী প্রচারণার জন্য অর্থ সহায়তা দেওয়ার অনুরোধ করা হয়নি।
অবশ্য যারা আমন্ত্রিত হয়েছিলেন তারা সবাই ওবামার জোরালো সমর্থক। আর এই ব্যক্তিরা ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার পক্ষে ব্যাপক প্রভাব বিস্তার করতে পারবেন বলে মনে করা হচ্ছে।
বৈঠকে অংশ নেওয়া একজন জানিয়েছেন, প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকটি চলে। প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন ২৫ থেকে ৩০ মিনিট। আমন্ত্রিতদের উদ্দেশে তিনি বলেছেন, তার নির্বাচনী প্রচারণা খুবই কঠিন হবে এবং এ জন্য তাদের মতো হলিউডের লোকজনের সহায়তা দরকার।
নির্বাচনী তহবিল সংগ্রহের জন্য তারকাদের সঙ্গে ওবামা সম্প্রতি দুইবার লসএঞ্জেলেস সফর করেছেন। এখন যেই তারকা এবং সঙ্গীত শিল্পীদের সঙ্গে তিনি বৈঠক করলেন, এরা আগের নির্বাচনী প্রচারণার সময় মঞ্চে নেচে-গেয়ে ভোটারদের বিনোদন দেন।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১১