ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে তেলের ট্যাংক বিস্ফোরণে নিহত ১২আহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৩, অক্টোবর ২৬, ২০১১
আফগানিস্তানে তেলের ট্যাংক বিস্ফোরণে নিহত ১২আহত ৩৩

কাবুল: আফগানিস্তানের উত্তরাঞ্চলে মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় একটি তেলের ট্যাংকে চুম্বক বোমা বিস্ফোরণে কমপক্ষে ১২জন নিহত এবং ৩৩জন  আহত হয়েছে।   কর্মকর্তারা  একথা জানিয়েছেন।



পারওয়ান প্রদেশের একজন মুখপাত্র জানান, ছিদ্র হয়ে যাওয়া একটি তেলের ট্যাংক থেকে প্রায় ৬০-৭০ জন লোক গাড়ির জন্য তেল সংগ্রহ করতে এলে ট্যাংকারে রাখা একটি চুম্বক বোমা বিস্ফোরিত হয়।

 
 পরে আরেকটি বিস্ফোরণে ট্যাংকারে আগুন লেগে যায়। পারওয়ান প্রদেশের গভর্নর বশির সালাঙ্গি জানান, এটা একটা ‘সন্ত্রাসী হামলা’। বাগরাম বিমান ঘাঁটির ট্যাংকার লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার যখন এই বিস্ফোরণ ঘটে তখন গাড়িগুলো বিমান ঘাঁটি থেকে সামান্য দূরে রাখা ছিল।   বাগরাম আফগানিস্তানের আমেরিকান সেনাদের ব্যবহৃত সবচেয়ে বড় ঘাঁটি।

সালাঙ্গি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, ট্যাংকের সঙ্গে এই চুম্বক বোমাটি সংযুক্ত ছিল। তিনি জানান, ব্যাপক বিস্ফোরণের পরে আগুন লেগে যাওয়ায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে।       

আজমল নামের একজন স্থানীয় কৃষক আরেকটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, ‘আমি প্রথমে একটা ছোটখাটো বিস্ফোরণের শব্দ শুনতে পাই। যখন বাইরে এলাম, দেখি ট্যাংকার থেকে তেল বেরুচ্ছে। কয়েক মিনিটি পর লোকজন বালতি এবং জগ নিয়ে তেল সংগ্রহ করতে এলে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। ’কয়েকটি গাড়ি এবং মোটরসাইকেলেও ্আগুন ধরে যায়।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। বেশিরভাগ আহতদের অবস্থাই  আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে কেউ এই বোমা বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেনি।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।