রোম: ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি পদত্যাগ করতে যাচ্ছেন- সংবাদপত্রে প্রকাশিত এরকম একটি খবর অস্বীকার করেছেন ইতালির মন্ত্রীপরিষদের প্রধান জোট।
লা রিপাবলিকা পত্রিকায় এ মর্মে একটি খবর প্রকাশিত হয় যে, ২০১২ সালে নতুন নির্বাচন হতে যাচ্ছে।
বেরলুসকোনি এবং নর্দান লিগ নেতা আমবার্তো বোসির মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়ে আলোচনার রেশ ধরে এই প্রতিবেদন প্রকাশিত হয়। উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন দেশটিতে অর্থনৈতিক সংস্কারের দাবি জানিয়ে আসছে।
নর্দান লিগ একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, এটা বেরলুসকোনিকে হেয় প্রতিপন্ন করার একটা অপচেষ্টা।
রোমে ইউরোপীয় আলোচকরা ইতালির সরকারি ঋণ কমিয়ে আনতে বলেছে। দেশটির সরকারি ঋণ এখন দাঁড়িয়েছে ১ দশমিক ৮ ট্রিলিয়ন ইউরো-যা দেশটির মোট জিডিপির ১২০ভাগ।
লা রিপাবলিকার খবরে বলা হয়, নর্দান লিগের সঙ্গে অবসরের বয়সসীমা বাড়ানো সংক্রান্ত চুক্তির অংশ হিসেবেই বেরলুসকোনি পদত্যাগ করবেন। সরকারি কর্মকর্তাদের অবসরের বয়সসীমা ২০২৬ সালের মধ্যে বাড়িয়ে ৬৭ করা হবে।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে বিরোধীদের আনা এক অনাস্থা ভোটে জিতে যান বেরলুসকোনি।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১১