ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

বন্যায় ডুবে যেতে পারে ব্যাংকক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৫, অক্টোবর ২৬, ২০১১
বন্যায় ডুবে যেতে পারে ব্যাংকক

ব্যাংকক: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়াংলাক সিনাওয়াত্রা দেশবাসীকে সতর্ক করে বলেছেন, রাজধানী ব্যাংককের পুরোটাই বন্যায় তলিয়ে যেতে পারে।

এক টেলিভিশনে ভাষণে তিনি বলেন, ব্যাংককের কোনও কোনও অংশ দেড় মিটার পানির নিচে চলে যেতে পারে।



এরই মধ্যে রাজধানীর দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর ডন মুয়াংয়ের রানওয়ে বন্যার পানিতে ডুবে গেছে। ফলে সেখানে আশ্রয় নেওয়া শত শত লোককে নতুন করে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।

দেশটির গত ৫০ বছরের ইতিহাসে এটিই সবচেয়ে মারাত্মক বন্যা।

বন্যায় এ পর্যন্ত প্রায় ৩৬০ জনের প্রানহানি ঘটেছে।

এছাড়াও প্রায় এক লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

মঙ্গলবার দেওয়া ভাষণে থাই প্রধানমন্ত্রী বলেন, ‘পানির প্রবল তোড়ে ব্যাংকক দিয়ে বয়ে যাওয়া চাও প্রিয়া নদীর দুই পাড়ে এবং নগরীর উত্তরদিকের বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলোর অবস্থাও আশঙ্কাজনক। ’

এদিকে ব্যাংককের গভর্নর বলেছেন, নগরের উত্তর দিক থেকে বন্যার পানি সাগরের দিকে প্রবাহিত হওয়ার সময় নতুন করে শহর রক্ষাকারী বন্যা নিয়ন্ত্রন বাঁধের ওপর আঘাত হানতে পারে এবং সদ্য মেরামত করা অংশগুলোকে আবারও ডুবিয়ে দিতে পারে।

তিনি বলেন, বন্যায় তলিয়ে যাওয়া এলাকাগুলো থেকে পানি সরে যেতে দুই সপ্তাহ থেকে একমাস সময় লাগতে পারে।

এদিকে রাজধানী ব্যাংকক এবং বন্যা আক্রান্ত দেশের অন্যান্য অঞ্চলে ৫ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
   
নগরের বন্যা উপদ্রুত এলাকার মানুষজনকে শহর ছেড়ে উঁচু এলাকার দিকে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, বন্যার কারণে নগরীর দোকান এবং সুপারশপগুলোতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সংকট দেখা দিয়েছে।  
      
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।