ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কানাডায় রেস্টুরেন্টে বিস্ফোরণ, আহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৭ ঘণ্টা, মে ২৫, ২০১৮
কানাডায় রেস্টুরেন্টে বিস্ফোরণ, আহত ১৫ রেস্টুরেন্টের সামনে তদন্ত কর্মকর্তারা

কানাডায় একটি রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১৫ জনকে আহতাবস্থায় উদ্ধার করেছেন মেডিকেল কর্মীরা। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ মে) দিনগত রাত সাড়ে ১০টার পর মিস্সিউগা এলাকায় ‘বোম্বে ভেল’ নামক ভারতীয় রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।  

হুরুনতারিও স্ট্রিট ও ইলিংটন এভিনিউর মাঝামাঝিতে অবস্থিত রেস্টুরেন্টটি স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয় বলে জানিয়েছে আইন প্রয়োগকারী সংস্থা।

পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিস্ফোরণের কয়েক মিনিট আগে দুই ব্যক্তি রেস্টুরেন্টটিতে প্রবেশ করেছেন। সন্দেহভাজন ওই দুইজনের ছবি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তাদের খোঁজা হচ্ছে।

গুরুতর আহত তিনজনকে টরোন্টোর সুন্নিব্রুক হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

তবে কি কারণে এ বিস্ফোরণ তা জানা যায়নি। সে বিষয়ে তদন্ত চলছে।

টরেন্টোয় পথচারীদের উপর ভ্যান তুলে দিয়ে হামলায় ১০ জন নিহত ও ১৪ জন আহতের ঘটনার মাত্র একমাস ব্যবধানে কানাডায় আরেকটি ‘অপ্রীতিকর’ ঘটনা ঘটলো।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, মে ২৫, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।