ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

তৃতীয় পক্ষের মাধ্যমে আত্মসমর্পণের চেষ্টা করছেন গাদ্দাফিপুত্র সাইফ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৪, অক্টোবর ২৭, ২০১১
তৃতীয় পক্ষের মাধ্যমে আত্মসমর্পণের চেষ্টা করছেন গাদ্দাফিপুত্র সাইফ

 হেগ: লিবিয়ার প্রয়াত নেতা কর্নেল মুয়াম্মার আল গাদ্দাফির সবচেয়ে ক্ষমতাধর ছেলে সাইফ আল-ইসলামকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার শর্তে আত্মসমপর্ণের প্রস্তাব দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

 ৩৯ বছর বয়সী সাইফ গত বৃহস্পতিবার গাদ্দাফির জন্মশহর সির্তে ন্যাটোর বিমান হামলা চালানোর পর থেকে পালিয়ে আছেন।

কর্নেল গাদ্দাফি গত বৃহস্পতিবার বিরোধীদের হাতে নিহত হন। তাকে মঙ্গলবার সকালে মরুভূমির গোপন স্থানে সমাহিত করা হয়েছে।  


দেশটির ক্ষমতাসীন জাতীয় অন্তর্বর্তী পরিষদের (এনটিসি) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আবদেল মজিদ ম্লেগতা জানান, সাইফ এবং সাবেক গোয়েন্দা প্রধান আবুদল্লাহ আল সেনুচি তৃতীয় একটি দেশের মাধ্যমে, সম্ভবত নাইজার, আত্মসমপর্ণের চেষ্টা করছেন।

ব্রিটিশ একটি পত্রিকার খবরে বলা হয়, ধারণা করা হচ্ছে  সেনুচি নাইজারে পালিয়ে গেছেন এবং সাইফও সীমান্ত অতিক্রম করে নাইজারে আছেন। নাইজেরিয়ার সেনা সূত্রের বরাত দিয়ে একটি আন্তর্জাতিক বার্তা সংস্থা জানায়, সাইফ সোমবার রাতে  লিবিয়ার উত্তরাঞ্চলীয় সীমান্ত দিয়ে নাইজারে পালিয়ে গেছেন।

আন্তর্জাতিক পুলিশ সংস্থা (ইন্টারপোল) ও সাইফকে  খুঁজছে।   মানবতার বিরুদ্ধে অবরাধ করার দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত সাইফ এবং সেনুচিকে খুঁজছে।

সাইফকে ধরতে নাইজারের সঙ্গে লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় সীমান্তে বুধবার ব্রিটিশ এবং বাইরাইানের সেনা সমন্বয়ে গঠিত বিশেষ বাহিনী এক তল্লাশি অভিযান চালায়।

বাংলাদেশ সময়: ১২৪৮ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।