কাবুল: আফগানিস্তানের তালেবানরা আগামী মাসে দেশটির জাতীয় পরিষদ ‘লয়া জিরগা’-এর সভায় যেসব সাংসদরা যোগ দেবেন, তাদের সবাইকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে।
এই অধিবেশনে দেশটিতে দীর্ঘকাল ধরে টিকে থাকা মার্কিন ঘাঁটি নিয়ে আলোচনার সম্ভাবনা থাকায় জঙ্গি সংগঠনটি এই হুমকি দেয়।
বুধবার দেওয়া এক বিবৃতিতে এই হুশিয়ারি উচ্চারণ করে তালেবান।
নভেম্বরের শেষ দেশটির ‘লয়া জিরগা’ হিসেবে পরিচিত জাতীয় পরিষদে রাজধানী কাবুলে চারদিনব্যাপী এক অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা। এতে সারাদেশ থেকে উপজাতি নেতা, গোষ্ঠী নেতা, ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ মোট দুই হাজার জন আলোচক অংশ নেবেন।
এই পরিষদের আলোচ্য বিষয়গুলো প্রক্রিয়া পরামর্শমূলক প্রক্রিয়া এবং তা সরকারের মেনে নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।
ইংরেজিতে দেওয়া ওই সতর্কবার্তায় তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, সারা দেশ থেকেই অধিবেশনে যোগ দেওয়া সাংসদের ওপর হামলা চালানো হবে। এছাড়া পরবর্তীতে আরও হামলা চালানো হবে।
এতে বলা হয়, প্রত্যেক আলোচক, নিরাপত্তারক্ষী, সন্দেহভাজন ব্যক্তি এবং অধিবেশনের প্রত্যেক আয়োজককে লক্ষ্য করে এই হামলা চালানো হবে।
এ মাসের প্রথমদিকে তালেবানরা দেশ থেকে বিদেশি সেনারা চলে না যাওয়া পর্যন্ত লড়ে যাওয়ার অঙ্গীকার করেছে।
প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং তার সমর্থক পশ্চিমা মিত্ররা এ বিষয়ে একমত হয়েছেন যে, ২০১৪ সালের মধ্যে ন্যাটো সেনারা আফগানিস্তান ছেড়ে চলে যাবে।
জাতীয় পরিষদের একজন মুখপাত্র সাফিয়া সিদ্দিকি জানান, ‘এই হুমকির বিসয়টি তার জানা নেই। ’ তিনি বলেন, ‘আমি ওই বিবৃতি এখনও পড়িনি তাই এ বিষয়ে কোন মন্তব্য করা ঠিক হবে না। ’
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১১