দুবাই: সৌদি বাদশা আবদুল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রী যুবরাজ নায়েফকে তার পরবর্তী উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
নির্ধারিত উত্তরাধিকারী যুবরাজ সুলতানের মৃত্যুর আনুষ্ঠানিক শোক বৃহস্পতিবার শেষ হচ্ছে।
যুবরাজ সুলতান গত শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
যুবরাজ নায়েফ এর আগে বাদশা আবদুল্লাহ ও ক্রাউন প্রিন্স সুলতানের অনুপস্থিতিতে দেশটির শাসনকার্য পরিচালনা করেছেন। এ কারণে যুবরাজ নায়েফই পরবর্তী উত্তরাধিকার হবেন এটা প্রায় নিশ্চিত।
সৌদি আরব বিশ্বের সর্ববৃহৎ তেল উৎপাদনকারী দেশ। স্বাভাবিকভাবেই সৌদি আরবের অর্থনীতি ও কূটনীতির সবচে বড় হাতিয়ার তেল।
বাদশাহ আবদুল্লাহর বয়স এবং স্বাস্থগত সমস্যার কারণে নতুন ক্রাউন প্রিন্সকে গুরুত্বর্পূণ দায়িত্ব পালন করতে হবে।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১১