তেলআবিব: ইসরায়েলি কারাগারে আটক ২৫ জন নাগরিকের মুক্তির বিনিময়ে ইসরায়েলি গুপ্তচর ইলান গ্রাপেলকে মুক্তি দিচ্ছে মিশর।
ইসরায়েল-মিশর বন্দি বিনিময় চুক্তির আলোকে এই মুক্তি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।
গ্রাপেলকে (২৭) বহনকারী বিমানটি বৃহস্পতিবার দিনের শেষে ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা।
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে ইলান গ্রাপেলকে রাজধানী কায়রো থেকে গত ১২ই জুন আটক করা হয়। ওই সময় দেশটিতে মোবারক বিরোধী গণআন্দোলন চলছিল।
ইসরায়েল-যুক্তরাষ্ট্র দ্বৈত নাগরিক গ্রাপেলের বিরুদ্ধে ‘মিশরে জাতিগত দাঙ্গা উসকে দেওয়ার ষড়যন্ত্রে’ লিপ্ত থাকার অভিযোগ আনা হয়।
তবে ইসরায়েলি কতৃর্পক্ষ এবং যুক্তরাষ্ট্রে গ্রাপেলের পরিবার গুপ্তচর বৃত্তির অভিযোগ অস্বীকার করে বলেছে, তিনি কায়রোতে একটি আইনি সহায়তাদান প্রকল্পে কাজ করতেন।
ইলান গ্রাপেল ২০০৬ সালে লেবানন যুদ্ধের সময় ইসরায়েলি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।
এর আগে ইসরায়েল গত মঙ্গলবার মন্ত্রিপরিষদের একটি বিশেষ নিরাপত্তা বৈঠকে বন্দি বিনিময় চুক্তি অনুমোদন করা হয়। এরপর ইসরায়েল চুক্তির বিবরণ ও মুক্তি পেতে যাওয়া মিশরীয় বন্দিদের নামের তালিকা প্রকাশ করে ।
মুক্তি পেতে যাওয়া মিশরীয় বন্দিরা মূলত সীমান্তে চোরাকারবারির অভিযোগে আটক ছিলেন। তালিকায় সিনাই উপত্যকায় ইসরায়েলের হাতে আটক তিন মিসরীয় বেদুইন বালকও রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১১