ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

শান্তি আলোচনা ফের শুরু করতে রাজি ইসরায়েল-ফিলিস্তিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১২, অক্টোবর ২৭, ২০১১
শান্তি আলোচনা ফের শুরু করতে রাজি ইসরায়েল-ফিলিস্তিন

নিউইয়র্ক: মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে সীমানা ও নিরাপত্তা সমস্যার সমাধানে ফের আলোচনা শুরু করতে একমত হয়েছে ফিলিস্তিন ও ইসরায়েল।

যুক্তরাষ্ট্র এবং এর কূটনৈতিক মিত্ররা শান্তি আলোচনা শুরুর বিষয়ে বুধবার জেরুজালেমে আলাদাভাবে ইসরায়েল এবং ফিলিস্তিনি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।

এই ভূখণ্ডে শান্তি এবং নিরাপত্তা ফিরিয়ে আনতে দুইপক্ষই তিন মাসের মধ্যে একটি সমন্বিত প্রস্তাব আনার বিষয়ে একমত হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র আপত্তি উপেক্ষা করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি নিয়ে গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘে যান ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

এরপর থেকেই মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার চার মধ্যস্থতাকারী জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র দুইপক্ষকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছে।

উল্লেখ্য, ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা গত বছর ভেঙে যায়।

আগামী বছরের শেষ নাগাদ মধ্যপ্রাচ্য শান্তি চুক্তিতে উপনীত হওয়ার সময়সীমা নির্ধারণসহ বুধবারের ওই বৈঠকে একগুচ্ছ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে চার মধ্যস্থতাকারীর প্রতিনিধিরা অনতিবিলম্বে সাম্প্রতিক বাধা দূর করে দুই পক্ষের মধ্যে সরাসরি সমঝোতার বিষয়টি উল্লেখ করেন। এসময় চার মধ্যস্থতাকারীর পক্ষে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার দূত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।