ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫২৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৬, অক্টোবর ২৭, ২০১১
তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫২৩

আঙ্কারা: তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে রোববারের আঘাত হানা ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৩ জনে।

বৃহস্পতিবার কর্মকর্তারা জানান, ৭.২ মাত্রার ওই ভূমিকম্পে এক হাজার ৬৫০ জন আহত হয়েছে।



তারা আরও জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভান প্রদেশ থেকে ১৮৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃষ্টি এবং তুষারপাতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। ভূমিকম্পে হাজার হাজার মানুষ সম্পদ হারিয়েছেন ও গৃহহীন হয়ে পড়েছে।

সরকার বলছে, উদ্ধারকাজে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে এরকম প্রাথমিক সমালোচনার পর ক্ষতিগ্রস্তদের জন্য তাঁবু এবং অন্যান্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

এদিকে, ওই এলাকায় আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে অবশ্য হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তুরস্কের ভূ-তাত্ত্বিক এবং মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ৫.২ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তুরস্ক-ইরাক সীমান্তের ভান প্রদেশের দক্ষিণে।

জীবিতদের সন্ধানে কয়েকটি স্থানে উদ্ধার তৎপরতা অব্যাহত থাকলেও অন্যান্য শহরে তা বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবারে পাওয়া এক খবরে জানা গেছে, ১৯ বছর বয়সী এক ছাত্রকে ধ্বংসস্তুপের ভেতর থেকে টেনে বের করা হয়েছে। ওই ছাত্র ৯০ ঘণ্টারও বেশি সময় ধ্বংসস্তুপের নিচে আটকে ছিল।

ওই ছাত্রকে আরছিস শহরের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা হয়। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে আরসিস একটি।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।