ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে ড্রোন হামলায় ৫ তালেবান কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৭, অক্টোবর ২৭, ২০১১
পাকিস্তানে ড্রোন হামলায় ৫ তালেবান কমান্ডার নিহত

ইসলামাবাদ: পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে মার্কিন ড্রোন (চালক বিহীন বিমান) হামলায় মৌলভী নাজিরসহ শীর্ষস্থানীয় পাঁচ তালেবান কমান্ডার নিহত হয়েছেন।

নিহত অপর চার কমান্ডার হচ্ছেন- নাজিরের ছোট ভাই হযরত ওমর, খান মোহাম্মদ, মিরাজ ওয়াজির এবং আশফাক ওয়াজির।



মৌলভী নাজির সীমান্তের ওপারে আফগানিস্তানে মার্কিন বাহিনীর ওপর চালানো হামলা পরিচালনা করেন বলে ধারণা করা হয়।

কর্মকর্তারা জানান, দক্ষিন ওয়াজিরিস্তানের প্রধান শহর ওয়ানা থেকে ২০ কি.মি. পশ্চিমে আজম ওয়ারসাকে একটি গাড়ি লক্ষ্য করে ৫টি ক্ষেপণাস্ত্র হামলা হয়। এতে ওই গাড়ির আরোহীদের মধ্যে ৫ জন নিহত এবং দুইজন আহত হয়।

পাকিস্তানের একজন গোয়েন্দা কর্মকর্তা মৌলভী নাজিরের ছোট ভাই ওমর ওয়াজির নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

২৭ বছর বয়সী ওমর ওয়াজির নাজির গ্রুপের একজন প্রধান সামরিক কমান্ডার । তিনি আফগানিস্তানে  সদস্য সরবরাহ, মার্কিন বাহিনীর ওপর হামলার পরিকল্পনা এবং সামরিক সরঞ্জাম সরবরাহের কাজ তদারক করতেন।

দুই সপ্তাহ আগেও একই ধরনের হামলায় ওয়ানা উপতক্যায় ৪ জন তালেবান জঙ্গি নিহত হন। নাজির নেটওর্য়াকের সঙ্গে তাদের সম্পর্ক ছিল বলে বলে ধারনা করা হয়।

ওয়াশিংটনের একটি সূত্র মতে, পাকিস্তানে ড্রোন হামলায় মার্কিনীরা এ বছর প্রায় ৩২৫ জন তালেবান জঙ্গি হত্যা করেছে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।