মেক্সিকো সিটি: মেক্সিকোর কুখ্যাত মাদকচক্র জেটাসের একজন আঞ্চলিক প্রধান বন্দর নগরী ভেরাক্রুস থেকে আটক হয়েছেন। গত বুধবার দেশটির নৌবাহিনী এ কথা জানিয়েছে।
মেক্সিকো নেভি জানিয়েছে, কার্লোস দ্য বাম বাম নামে পরিচিত ওই ব্যক্তিকে অন্য ৫ জন মাদক চোরাকারবারির সঙ্গে গত মঙ্গলবার আটক করা হয়।
আটক অন্য ৫ জন ভেরাক্রুস শহরের কারাগার ভেঙে ৩২ জন কয়েদির পালিয়ে যাওয়ার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন।
গত মাসে ওই ঘটনার পরদিনই ভেরাক্রুজ শহরের ব্যস্ত রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় ৩৫টি মৃতদেহ উদ্ধার করা হয়।
এদিকে মধ্য মেক্সিকোর কতৃর্পক্ষ জানিয়েছে, মেক্সিকো সিটির বাইরে আদ্রিয়ান রামিরেস নামের এক মাদক চক্রের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। দ্য মাশরুম নামের ওই ব্যক্তি ‘দেল সেন্ত্রো’ মাদকচক্রের একজন শীর্ষস্থানীয় নেতা।
মেক্সিকোর এটর্নি জেনারেল আলফ্রেদো কাসতিলো বুধবার জানান, দেল সেন্ত্রো কমপক্ষে ২৬টি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এদের তৎপরতা মূলত মেক্সিকো সিটির শহরতলীতে দেখা যায়।
অপরদিকে মেক্সিকোর সেনাবাহিনী জানিয়েছে, তারা দু’জন অভিযুক্তকে আটক করেছে। এরা উত্তরাঞ্চলীয় শহর মনতেরির একটি ক্যাসিনোতে আগুন লাগিয়ে এবং গুলি চালিয়ে ৫২ জন মানুষকে হত্যা করার ঘটনার সঙ্গে জড়িত ।
এর আগে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরও ১৫ জনকে আটক করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১১