ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

রাশিয়াতে দেশীয় কোম্পানির স্বার্থ রক্ষায় লবি নিয়োগ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১২, অক্টোবর ২৭, ২০১১
রাশিয়াতে দেশীয় কোম্পানির স্বার্থ রক্ষায় লবি নিয়োগ যুক্তরাষ্ট্রের

ঢাকা: রাশিয়ার ক্রেডিট কার্ড সংক্রান্ত একটি খসরা আইন সংশোধনে হস্তক্ষেপের জন্য লবি নিয়োগ করেছিল যুক্তরাষ্ট্র। নতুন আইনের কারণে দেশটিতে মার্কিন ক্রেডিট কার্ড ফার্মগুলো যাতে কোনো অসুবিধায় না পড়ে সে লক্ষ্যেই মার্কিন কূটনীতিকরা এই কাজ করে।



সারা জাগানো ভিন্ন ধারার গণমাধ্যম উইকিলিকসের বরাত দিয়ে বৃহস্পতিবার এই খবরটি প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।

উইকিলিকস প্রকাশিত মার্কিন গোপন কূটনৈতিক বার্তায় মস্কোতে মার্কিন কূটনীতিকদের বরাত দিয়ে জানানো হয়েছে, চলতি বছরে রাশিয়ার অর্থলেনদেন সংক্রান্ত আইন সংশোধনীতে মার্কিন কোম্পানির স্বার্থ রক্ষার জন্য লবি নিয়োগ দেওয়া হয়েছিল।

রাশিয়ার নতুন আইনের কারণে অনলাইনে অর্থ লেনদেন সেবাদানকারী মার্কিন প্রতিষ্ঠান ভিসা এবং মাস্টারকার্ড যাতে অসুবিধার সম্মুখীন না হয় তা নিশ্চিত করতেই তারা এ কাজ করেন।

যুক্তরাষ্ট্রের চাপে ভিসার উইকিলিকসের অ্যাকাউন্টে লেনদেন বন্ধ ঘোষণার একদিন পরেই এই খবরটি প্রকাশিত হলো।

মাস্টারকার্ড, পেপল এবং অ্যামাজন অবশ্য এর আগেই উইকিলিকসের অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করে দিয়েছে।

তারবার্তাটি মস্কোতে মার্কিন কূটনীতিকরা ওয়াশিংটনে পাঠান ২০১০ সালের ১ ফেব্রুয়ারি। তারবার্তায় বলা হয়, ভিসা ও মাস্টারকার্ডের বিষয়টি নিয়ে ওবামা প্রশাসন রাশিয়ার জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।

চলতি বছরের প্রথম দিকে রাশিয়া একটি নতুন ন্যাশনাল পেমেন্ট সিস্টেম (এনপিসিএস) চালুর পরিকল্পনা করে। এতে করে অভ্যন্তরীণ লেনদেনের ক্রেডিট কার্ড ফি এনপিসিএস আদায় করবে। ফলে ভিসা এবং মাস্টারকার্ডের আয় কমে যাবে।

নতুন আইন হলে ক্রেডিট কার্ড ফি সংগ্রহ করবে এনপিসিএস। আর ভিসা ও মাস্টারকার্ড যদি এনপিসিএস এ যোগ দেয় তাহলেও তারা শুধু প্রক্রিয়াকরণ ফি সংগ্রহ করতে পারবে তাও আবার কার্ড ব্যবহারকারীরা যদি বিদেশ ভ্রমণে যান তখন।

এই আইনটির খসরা আগামী শুক্রবার রুশ পার্লামেন্ট দুমায় উত্থাপন করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।