ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মৃতদের পেসমেকার গরীবদের জন্য

কল্লোল কর্মকার, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৩, অক্টোবর ২৮, ২০১১
মৃতদের পেসমেকার গরীবদের জন্য

নিউ ইয়র্ক: উন্নত বিশ্বের মানুষের ব্যবহার করা পেসমেকার বিশ্বের উন্নয়নশীল দেশের হৃদরোগীদের জন্য নিরাপদে ব্যবহার করা সম্ভব বলে সুপারিশ করা হয়েছে। সম্প্রতি এক সমীক্ষার পর এ বিষয়ে সুপারিশ করা হয়।



আর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শেষকৃত্য হাউজ থেকে পুন:ব্যবহারের জন্য ওই পেসমেকারগুলো সংগ্রহ করা যেতে পারে।

এক সমীক্ষায় দেখা গেছে, ‘প্রতিবছর সারাবিশ্বে প্রায় বিশ লাখ মানুষ পেসমেকার ব্যবহার না করার কারণে মারা যায়। কারণ উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোর স্বল্প আয়ের মানুষেরা ব্যয়বহুল পেসমেকার কিনতে পারে না। পেসমেকার হৃদযন্ত্রের হৃদস্পন্দন স্বাভাবিক রাখতে একপ্রকার কৃত্রিম ইলেকট্রিক্যাল পালস তৈরি করে।

মিশিগান এবং ইলিনইসের শেষকৃত্য হাউজগুলোর এক বিশ্বস্ত সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের অনেক নাগরিকেরই মারা যাওয়ার পর তাদের দেহে পেসমেকার সচল থেকে যায়। বেশিরভাগ মানুষকে ওই পেসমেকারসহই সমাহিত করা হয়। আর পেসমেকার বের করা হলে তা আবর্জনা হিসেবে ফেলে দেওয়া হয়।

ইউনিভার্সিটি অব টেক্সাসের হেলথ সায়েন্স সেন্টারের অধ্যাপক ভারত কান্তরিয়া আমেরিকান জার্নাল অব কার্ডিওলোজিতে লিখেছেন, ‘ওইসব পেসমেকার শুধু মানুষের জীবনই বাঁচাতে পারে তাই নয়, গরীব রোগিদের সহায়কও হতে পারে। ’

তবে খুব কমসংখ্যকই আছেন যারা এই পেসমেকারগুলো দান করে দিতে চান।

যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ড্রাগ কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রে পেসমেকার একবার ব্যবহারের নির্দেশ দিয়েছে। কিন্তু গবেষকরা পেসমেকারের পুন:ব্যবহারের কার্যকারিতা সম্পর্কে আরও গবেষণা চালিয়ে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।