ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

লিবিয়ায় ‘নো ফ্লাই জোন’ প্রত্যাহার করে নিচ্ছে ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, অক্টোবর ২৮, ২০১১
লিবিয়ায় ‘নো ফ্লাই জোন’ প্রত্যাহার করে নিচ্ছে ন্যাটো

নিউইয়র্ক: জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার সর্বসম্মতভাবে লিবিয়ায় ন্যাটোর আরোপ করা ‘নো ফ্লাই জোন’(বিমান উড্ডয়ন নিষিদ্ধ এলাকা) প্রত্যাহার করার পক্ষে ভোট দিয়েছে।

ন্যাটো গত মার্চ থেকে লিবিয়াতে নো ফ্লাই জোন আরোপ করে।

লিবিয়াতে  ন্যাটোর পরিচালিত বিমান হামলা গাদ্দাফির পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ন্যাটো আজ শুক্রবার ব্রাসেলসে লিবিয়ার সাত মাসব্যাপী যুদ্ধ অবসানের বিষয়ে এক বৈঠকে মিলিত  হতে পারে।

ওই বৈঠকে লিবিয়ার বর্তমান ক্ষমতাসীন জাতীয় অন্তর্বর্তী পরিষদকে (এনটিসি) সাহায্যের নতুন পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে।

একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধি জাতিসংঘের প্রধান কার্যালয় নিউইয়র্ক থেকে জানান, সর্বসম্মত সিদ্ধান্ত অপ্রত্যাশিত ছিলনা। কিন্তু এই সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি এসেছে। যদিও এ বিষয়ে রাশিয়া, চীনের পক্ষ থেকে কোন চাপ ছিলনা।
 
লিবিয়াতে ৩১ অক্টোবরের মধ্যে ন্যাটোর অভিযান শেষ হবে- এটি নিশ্চিত করেছেন সংস্থাটির মহাসচিব অ্যানডারস ফগ রামসুসেন। লিবিয়ার অন্তবর্তী সরকার প্রধান মুস্তাফা আবদুল জলিল নিরাপত্তার স্বার্থে ন্যাটোকে আরও এক বছর থাকার অনুরোধ করার একদিন ন্যাটো এই ঘোষণা দিল ।

বাংলাদেশ সময়:১৪২৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।