ত্রিপোলি: লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফিকে যারা হত্যা করেছে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। লিবিয়ার বিদ্রোহীদের গঠিত জাতীয় অন্তর্বর্তী পরিষদের (এনটিসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদেল হাফিজ ঘোগা একথা জানান।
তিনি আরও জানান, ‘গাদ্দাফির প্রতি সম্মান রেখেই তার মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত শুরু করা হয়েছে। আমি বিশ্বাস করি, এই কাজ কোনো একজন ব্যক্তির। এটা বিপ্লবী যোদ্ধাদের কাজ নয় বা এনটিসির সিদ্ধান্ত নয়। যেই গাদ্দাফির মৃত্যুর জন্য দায়ী হোক তাকেই বিচারের মুখোমুখি করা হবে। ’
বেশ কয়েকটি ভিডিও চিত্রে দেখা যায়, গাদ্দাফিকে বিদ্রোহী সৈন্যরা জীবিত অবস্থায় ধরেছিল। কিন্তু এরপর কীভাবে গাদ্দাফি মারা গেল তা স্পষ্ট নয়। এনটিসি গাদ্দাফির মৃত্যুর পরে জানায়, গাদ্দাফি ক্রসফায়ারে মারা যান। কিন্তু ভিডিওতে গাদ্দাফিকে শেষমুহূর্ত পর্যন্ত জীবিত অবস্থায় দেখা যায়।
এদিকে গাদ্দাফির মৃত্যু নিয়ে বেশ বেকায়দায় পড়েছে এনটিসিসহ পশ্চিমা মিত্রজোট। এনটিসি’র ওপর গাদ্দাফির মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি করে আসছে জাতিসংঘসহ বিভিন্ন দেশ।
গাদ্দাফির মরদেহের ময়না তদন্তে দেখা যায়, গাদ্দাফির মাথায় গুলি করে হত্যা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১১