লক্ষ্মৌঃ ভারতের উত্তর প্রদেশের আজমগড় জেলায় বৃহস্পতিবার রাতে রামলীলা (হিন্দু দেবতা রামের জীবন নিয়ে নির্মিত নাটক) নাটক দেখার সময় জিপ গাড়ি চাপায় কমপক্ষে ৮ জন নিহত এবং ৬ জন আহত হয়েছে।
পুলিশ শুক্রবার এ কথা জানিয়েছেন।
লক্ষ্মৌ শহর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে কাপ্তানগঞ্জ শহরে রাস্তার পাশের একটি মাঠে ওই নাটক চলাকালীন দ্রুত গতির একটি জিপ গাড়ি ওই দর্শনাথীদের চাপা দেয়।
পুলিশ পরিদর্শক কমলেশ সিং জানান, পাঁচজন ঘটনাস্থলেই নিহত হয় এবং অন্য তিনজন হাসপাতালে চিকিসাধীন অবস্থায় শুক্রবার মারা যায়।
তিনি আরও জানান, আহতরা সবাই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ওই গাড়ি চালককে আটকের চেষ্টা করছে। চালক তৎক্ষণাৎ পালিয়ে যান।
আহতরা সবাই কাপ্তানগঞ্জ এবং পাশ্ববর্তী গ্রামের লোকজন।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১১