ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ব্যাঙ্গালোরে পাতাল রেলের পর এবার ট্রাভেলেটর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৯, অক্টোবর ২৮, ২০১১
ব্যাঙ্গালোরে পাতাল রেলের পর এবার ট্রাভেলেটর

ব্যাঙ্গালোর: ভারতের ব্যাঙ্গালোরে সম্প্রতি পাতাল রেল চালুর পর এবার ট্রাভেলেটর (চলন্ত সিঁড়ির মতো রাস্তা) চালুর পরিকল্পনা করা হচ্ছে। বিদ্যুৎচালিত গাড়িসহ বায়াপ্পান্নাহালি মেট্রো স্টেশনে ১০ একর জুড়ে এই সুবিধা রাখা হবে।



ভারতের গণমাধ্যম সূত্রে শুক্রবার এ খবর জানা গেছে।

এ লক্ষ্যে ৬০০ কোটি রুপির একটি প্রকল্পের প্রস্তাব দিয়েছে ব্যাঙ্গালোরের বিআরএমসিএল কোম্পানি। ভারতের মধ্যে ব্যাঙ্গালোরই প্রথম শহর যেখানে এই ধরনের আধুনিক সুবিধা চালু হতে যাচ্ছে।

পাতাল রেল চালুর পর ব্যাপক সাড়া পাওয়ায় বিআরএসসিএল মেট্রো স্টেশনে কমিউটার লাইফস্টাইল সেন্টার এবং ভারতের দিল্লিতে ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টারের নিকটে একটি অত্যাধুনিক সম্মেলন কেন্দ্র নির্মাণেরও প্রস্তাব দিয়েছে।

ট্রাভেলেটরে চড়ে লোকজন সম্পূর্ণ সেন্টার এবং মেট্রো স্টেশনটি ঘুরতে পারবেন।

৬০০ কোটি রুপির ওই প্রকল্পে কমিউটার লাইফস্টাইল সেন্টার নির্মাণে খরচ পড়বে ১০ কোটি রুপি।

বিআরএমসিএল জানিয়েছে, দরপত্র পাওয়ার পর প্রকল্পটি শেষ করতে চার বছর সময় লাগবে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।